জয়ীতা ব্যানার্জী গোস্বামী - মায়াজম

Breaking

১৮ মার্চ, ২০১৬

জয়ীতা ব্যানার্জী গোস্বামী

                                     গর্ভপাত






" কি হলো,শরীর ঠিক লাগছে তোমার ? "
- "হুম্,বললাম তো ঠিক আছি l "
ফোন কানে নিয়েই ছাদে উঠে এলো শ্রী l মাথাটা এখনো একটু একটু ঘুরছে,মনেও একটা চাপা উত্তেজনা l দুহাত ছড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে l হঠাত্ চোখ পরে গেলো পাশের কার্ণিশটায় l একটা বাচ্ছা মেয়ে,বছর পাঁচেকের হবে,পা দোলাচ্ছিল সেখানে বসে l
"এই,এখানে কি করছ ! এ মা,পড়ে যাবে তো,নামো,নামো শিগগির l " ব্যস্ত হয়ে এগিয়ে গেলো শ্রী l মেয়েটা তখন অবাক হয়ে তাকিয়েছিল ওর দিকে l চোখে মুখে জিজ্ঞাসা l শ্রী ধমকের সুরে বললো,"কে তুমি ? এখানে কি করে এলে ! "
আরও কিছু বলার আগেই মেয়েটা শ্রীর চোখের সামনেই ঝাঁপ দিলো ওপাশে l শ্রী হাত বাড়িয়ে ধরতেও গেছিলো তো l নিমেষেই সব শেষ ! তিনতলার ছাদ থেকে নীচে তাকালো l দুটো পায়রা উড়ে গেলো চোখের সামনে দিয়ে l শ্রীর গাটা দ্বিতীয়বার গুলিয়ে উঠলো,কালকের পর l এমনটাই কাল হয়েছিল যখন ওটির বাইরে জ্ঞান ফিরেছিল l অনেকটা বমি করেছিলো তখন lশরীরের সবকিছু যেন বেরিয়ে আসছিল দারুন প্রতিবাদে,ঘেন্নায়,ধিক্কারে l এবার মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লো শ্রী l নীচের থেকে আওয়াজ এলো, "বৌদি,বিল্টুর স্কুলবাস চলে এসেছে l "

Featured post

সোনালী মিত্র