চয়ন ভৌমিক - মায়াজম

Breaking

৬ মে, ২০১৬

চয়ন ভৌমিক

                          কল্পনাচিত্র









একটা, মাত্র একটাই ছবি তুলতে চাই এমন-
যে ছবিতে পিছনে,
থাকবে শুধু ভিক্টোরিয়া মেমোরিয়াল।...
ঘূর্ণীবিহীন পরীটাও থাকুক অসুবিধা নেই, 
বাঁশি টাঁশি যা আছে ওর হাতে,
না বাজলেও সরিয়ে দেওয়ার দরকার নেই একদম ।
আশেপাশের প্রাগৈতিহাসিক সবজে ঘাস,
লুকিয়ে ভালোবাসা করার ঝোপঝাড় গাছপালা, সাথে- 
দিনের আলোয় ঘনিয়ে আসা ডার্কনেস, 
শোভাবর্ধক পশ্চাদভূমি, ক্ষতি নেই সেসব থাকলে।
রঙিন মাছহীন গোল জলাশয়,
ফাঁকা বেঞ্চ, এসব নিয়ে অভাব অভিযোগ কখনই নেই আমার।
শুধু, ছবিতে যেন না আসে প্রেমিক যুগল,
ভেলপুরিওয়ালা, এক্কাগাড়ী, চেনা ভিখিরি, আর
সন্ধ্যা সাতটায় বাঁশি বাজিয়ে -
বাইরে যাওয়ার রাস্তা দেখানো রসকসশূণ্য নিষ্ঠুর পাহারাদার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র