পীযূষ বিশ্বাস - মায়াজম

Breaking

৬ মে, ২০১৬

পীযূষ বিশ্বাস

                    

                                         অ্যাডাপ্টার









এভাবেও করা যায় করমর্দন
তিন পিনে ,
পাঁচ পিনে মিলিয়ে যাপন করা যায় গোটা জীবন...
পায়ে পা মিলিয়ে হেঁটে যাওয়া যায় মাইল থেকে মাইল 
মেলে-ফিমেল মিলিয়ে বিনিময় করা যায় কথা
কথোপকথনে আমাদের এই সন্ধি 
ধ্বনি তরঙ্গে আমাদের এই সময়ের চলাচল
যুগসন্ধিক্ষনে বসে আছি

চুম্বকের সাথে ,
বিদ্যুতের সাথ
প্লাগ গুলোর কিছুতেই মেলাতে পারছি না
পছন্দগুলো অবিন্যস্ত
যেখানেই পা রাখি,
জুতোগুলো বে-সাইজ হয়ে যায়
যে ভাবে
ভালো থেকে লাগা গুলোর দূরত্ব বাড়ছে
যেভাবে খাপ থেকে বেরিয়ে পড়ছে খাপ
প্রবাহ থেকে প্রকট হয়ে উঠছে প্রকার
এখানেই অ্যাডাপ্টারগুলো স্থাপন করি
ব্রিজ একটা বিবাহের নাম
যার জন্য এতটা মাইল পথ হেঁটে আসা মুঘল
ইংরেজ
ইতিহাসের মাঝখানে লিখে যেতে যেতে
সেই সব প্রবাহমানতার কথা
একটা কলম নিয়ে
যুগসন্ধিক্ষনে বসে আছি ।

1 টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র