সব্যসাচী সান্যাল - মায়াজম

Breaking

৬ মে, ২০১৬

সব্যসাচী সান্যাল

                         একটি কবিতা







শীতের সকাল স্পার্ক-প্লাগে কাপড়
 ঘষছি বাচ্চারা খেলছে সেগুনের পাতা
 আর নিষ্ঠুরতা কেন শুধু সন্তানের
 চাঁপা আঙ্গুলের ডগে মথিত জোনাক পোকা
 আর-- “এরর এরর” বলে চিৎকার করে ওঠা
 কম্পিউটার স্ক্রিন
 আমাদের দু’পয়সার হাওয়া
 তোমার গায়েও গত্তি আনুক
 আমি তো সাহায্যই করতে এসেছিলাম
 অথচ মাঘের শুরুতে মালিহাবাদে
 আমগাছে বৌল এসে গেল
 কেন অসময়ে আস কমবয়সের গায়ে
 দাগাও গুপ্তরোগ
 ঝুড়ি ভরে নটে শাক তুলতে তুলতে বল
--কপাল, কপাল!

কোথা বীজ, কোথা আমাদের একপত্রী ভাষা
 উতলক্রান্ত জলে ডুবতে ডুবতে দেখা
 মরুভূম, নুনের পাহাড়
 আমি তো লোভের থেকে পালাতে পালাতে
 লোভের ভেতর হাঁফ ছেড়ে
 আমার চতুর্দিকে কাচে জমে পারা
 আহত তোমার কথা শোনা যায়
 নক্ষত্র থেকে আসা আলোর নির্বাসন
 এত বছর পরেও শোনা যায়


আজ বেশী দূর যাব না কোথাও

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র