দীপঙ্কর বেরা - মায়াজম

Breaking

৬ মে, ২০১৬

দীপঙ্কর বেরা

                                                    কষ্টের ছলাকলা    












কিন্তু মানিয়ে নেওয়া কষ্ট ছড়িয়ে পড়ে প্রবাহে ,
তারই গা বেয়ে গজিয়ে ওঠা শেকড়ে
টান লাগে , হজম হয়না গলাধকরণ ।
আরে বাবা! তোমার জন্য তো সবটুকু নয়
উপচে পড়া উত্তাপে যারা গা ভেজায়
তাদের সুগন্ধে তোমার এত টান কেন ?
বিড়াল সে যত বড়ই রাক্ষস হোক
কাঁটা খেয়ে ঢেকুর তুলতে শিখলে
অর্ধেক সমস্যা মিটেই যায় ;
বাকী অর্ধেক কথ্য ছলাকলা
এসব চিরকালই
কষ্টের সাথে গাঁটছড়া বাঁধা।
আরে ভাই , নিশ্চিন্তে সূর্য ডোবা দেখো
আর ঘুমোতে যাও ।

1 টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র