শবরী রায়

মায়াজম
0

                      ফুল পাড়ার শব্দ









নিজের অপরিচিত মুখ থেকে চোখ সরিয়ে নিই
 বকুলগাছটা কালো হয়ে দাঁড়িয়ে আছে
 ফুল পড়ছে শব্দ পাই, গন্ধ পৌঁছয়না
তুমি ঘুমিয়ে আছ। জ্বর হয়েছে তোমার।
 খুঁজতে খুঁজতে তোমাকে পেয়ে গেছে
 আমার অনেক দূরের জ্বর...
হারিয়ে যাওয়া ওই জ্বরকে আমি কত খুঁজেছি
 এমনকি পুরনো পৃষ্ঠার ভাঁজের শুকনো বকুল
 জমা করতে করতে পর্বত তৈরি করেছি
 মুহম্মদ বসন্ত নিয়ে পর্বতের সঙ্গে
 দ্যাখা করতে গেছে কতবার
 চোখ বুজে থাকা পর্বত একবারও গুনগুন করেনি
 তোমার জ্বর বাঁকা চোখে দেখছে আমাকে
 দূরত্ব সম্বন্ধে কোন ধারণাই নেই তার
 ছোঁয়াচ বাঁচাতে নিজেকে দূরে ঠেলে দিচ্ছি ক্রমাগত
 তোমাকে ছুঁয়ে জ্বর হাসছে

 বকুল গণ্ডী পেরিয়ে আসতে চাইছে আর একটা বসন্ত

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)