চঞ্চল নায়েক - মায়াজম

Breaking

৩০ সেপ, ২০১৬

চঞ্চল নায়েক

                                  শূন্যতা




শূন্যতা --- ১
রাষ্ট্রীয় ব্যবস্থায় বলিরেখা পড়ছে !
সমালোচকের কলম কালি শূন্যতায় ভুগছে...
আতরের নিঃসঙ্গতা বাজি রাখছে জীবন...
03/08/2016

শূন্যতা---২
নাচমহল থেকে বিদায় নিয়েছে বাঈজি !
পড়ে আছে সাজের সরঞ্জাম...
বিষাদের সুর তোলা বাঁশি ধুলোর ভাঁজ গুনছে !
03/08/2016

শূন্যতা --- ৩
সমস্ত শালীনতা শৃঙ্খলে আবদ্ধ...
মুদ্রার পিঠ নিয়ে বৃথা প্রশ্ন করা।
কালেভদ্রে দেশ হাসে !
03/08/2016

শূন্যতা--- ৪
অহংকার একটা প্রিয় উত্তরাধিকারী...
যেখানে উৎপত্তি তার বিপরীত কোণে ধ্বংস !
আক্ষরিক অর্থে বেঁচে আছি...
03/08/2016

শূন্যতা --- ৫
এখন মৌলিকতা আর যাপনচিত্র ছেঁড়াখোঁড়া...
বিনাশ নিয়ে অন্তহীন আলাপন !
দীর্ঘতর হচ্ছে পরজীবী প্রলাপ...
03/08/2016

শূন্যতা--- ৬
রাত বলে আলাদা কিছু নেই...
সম্ভ্রম ভেঙে যাচ্ছে !
অনাদায়ী থেকে গেলাম জীবনের জলসাঘরে !
03/08/2016

শূন্যতা--- ৭
লগ্নি করেছি সবটুকু...
লভ্যাংশ বিয়োগান্তক !
তবুও দ্বিতীয়বারের জন্য প্রস্তুতি শেষ...
03/08/2016

শূন্যতা --- ৮
রাশিরাশি অনিয়ম !
নিয়ম ভাঙার সিঁড়ি ভাঙছে সবাই...
দৃশ্যত সবই অদৃশ্য !
03/08/2016

শূন্যতা --- ৯
একরকম চলছে না...
বাঁশির সুর থেকে সুর মিলিয়ে যাচ্ছে !
সমাধিসৌধ থেকে হেঁটে আসছে আবছা ছায়ামূর্তি...
03/08/2016

শূন্যতা --- ১০
আবহমান লিপিতে রক্তের দাগ...
কী কারণে এত রক্ত ?
নিরুত্তর থেকে উত্তর খুঁজে নেওয়াই শ্রেয় !
03/08/2016

শূন্যতা --- ১১
সহজপাঠ অতটা সহজ নয় যতটা ছেলেবেলায় পেয়েছি।
গভীরতা থেকে গেছে অপ্রকাশিত।
এখন তার ভেতরে ঢুকছি,শূন্য থেকে ছুটছি...
04/08/2016

শূন্যতা --- ১২
অন্তহীন পরিহাস লিখছি...
আবার যোনিসম্ভবা হচ্ছি !
সেই শূন্যকুম্ভে ফিরে আসব...
04/08/2016

শূন্যতা --- ১৩
অক্ষরে অক্ষরে লুকোনো বিবেক ...
রক্তকণিকায় লেখা আমার আগামির দ্রোহ !
বিরাগভাজন রাত্রি নেমে আসুক শস্ত্র হাতে...
04/08/26

শূন্যতা --- ১৪
যে আত্মহনন ফিরে আসে বারবার,
সেই অনাদি উৎস সন্ধানে হারাতে দ্বিধা নেই...
লক্ষ্যের অলক্ষ্যে হারাতে শুরু হোক জিরো আওয়ার !
04/08/2016

শূন্যতা --- ১৫
বেজে উঠুক কালের শঙ্খধ্বনি...
বেজে উঠুক রণবাদ্য !
ব্রহ্মাণ্ডরচনা হোক শুরু থেকে...
04/08/2016

শূন্যতা --- ১৬
নিশিযাপন থেকে বসবাস উঠিয়ে দাও !
কল্পিত নারায়ণ শিলায় ফুটে উঠুক বুভুক্ষুর খিদে...
ভাগ্যের রাশিচক্রে ওম নয়,চাই মুঠোভর্তি খাবার !
04/08/2016

শূন্যতা --- ১৭
আগুনের আল্পনা ফুটে উঠছে ক্ষুধাতুর জনতার পেটে !
কবিতার পাণ্ডুলিপিতে মৃত্যুর মুখচ্ছবি...
কবি,তুমি ফিরে যাও জন্মকুম্ভে !
04/08/2016

শূন্যতা --- ১৮
ধোঁয়ায় ভেসে যাচ্ছে স্বপ্নদোষ...
ভয়ার্ত কুঁড়ির পেটে ছুরি মেরে কী পাও ?
ফুটতে দাও একুশের গান হয়ে...
04/08/2016

শূন্যতা --- ১৯
যে কবি শুরু করেছে পথচলা,
তার কাঁধে ভরসার হাত রাখো।
তোমাদের পর শূন্যতা ভরাবে সে...
04/08/2016

শূন্যতা --- ২০
হরবোলা উপছে হরিবল ভেসে আসছে...
সবকিছু থেকে এক একক বিচ্ছিন্নতা !
বিবর্ণতা রেখে যায় অন্তর্ধান রহস্য...
04/08/2016

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র