নবকুমার পোদ্দার - মায়াজম

Breaking

৩০ সেপ, ২০১৬

নবকুমার পোদ্দার


                   ইনটিরিয়র ডেকরেটর





ভেতরে ভেতরে বাউল গান হয়
অথচ,উদাসী যমুনায় সাঁতার না কেটেও ঘুরেছি অরন্যের পেখমে
আমার অভিভাবক হয়ে একজন ট্যুরিস্ট আমাকে যখন ই পেরেছে কাতুকুতু দিতো
এ বড় বিড়ম্বনা
তবু তাঁর চোখে অসংখ্য পালকের অবতরণ দেখেছিলাম
আমার আত্মা -আমার শব্দ।
যেখানেই পেরেছে দাঁড়করিয়ে সংবাদ গুনিয়েছে।
আর আমি বারে বারেই হেঁয়ালি খুঁটছিলাম..






অনুভবী
সাঁতরাতে-সাঁতরাতে কখন যেন তুমি নদী।
অনেক নদী দেখেছি
তার বাহুডোরে সাঁতার ও কেটেছি,
পাঠক্রমের অভ্যাস, ধ্যাণযোগ মন্ত্রসূর্য
কি অনায়াস তাঁর উচ্চারণ
কি অনায়াস তাঁর সরলরেখা বারিপাত!
আমি সাঁতার কেটে কেটে পূর্ণিমায় ফিরি
প্রতিদিন হাতে করে শ্যাওলা
পবিত্রসংগম লিখে দিই....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র