সান্তা ভৌমিক - মায়াজম

Breaking

৩১ মার্চ, ২০১৭

সান্তা ভৌমিক

                               পার্থক্য







মেয়ে আর নারীর মধ্যে তফাত কি? লিঙ্গ তো একই । না, কিছু তো আছেই অন্তত ২ টা আলাদা শব্দ তৈরি হয়েছে কিছু পার্থক্য আছে বলেই………
মেয়ে মা-বাবার কোলে আদরে চুবনো একটি স্বপ্নভরা পুতুল ; আগলে রাখা ছোট্ট দেবী । ধীরে ধীরে সে বড় হতে থাকে ,আলাদা হতে থাকে আদরের ঘেরাটোপ থেকে । তখনও তার নরম মনের ভেতর ছোট ছোট ক্ষত গুলো ভরাট হতে পারে,কিন্তু আস্তে আস্তে যখন বাবা মায়ের আঁচল থেকে ছাড়া পেয়ে সে নতুন দিশা নেয়, যেমনই হোক সেটা...........দাঁতে দাঁতে ঘসেও সংসার চালায় আবার মুখে হাসিও আনে তখন সে নারী হতে পা বাড়িয়েছে , সুদীর্ঘ পথ বাকি তখনও সাথে সবার দাবী আর ছোট খাটো খুশি গুলো নিয়ে। কালো চুলে সময়মত পাক ধরে, গালে মুখে একনের সাম্রাজ্য; তামাটে। কোনো চাউনি তখন আর অপেক্ষা করেনা তার জন্য ; কেউ অলীক গালগল্পও জুড়ে দেয়না। তখন ফুচকা খাওয়া নিজের ইচ্ছে শুধু , নিজের সাধ ।
এমন ভাবেই কি নারী আর মেয়ে আলাদা ??? উত্তর দাও ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র