মানস চক্রবর্তী - মায়াজম

Breaking

২০ জানু, ২০১৮

মানস চক্রবর্তী

                               কলগার্ল

-কোথায় !

--এই একটু ...

---মিথ্যে বোলো না ... অনেক 

-সত্যিই এট্টু 

-ক ' টা পার্টি আজ 
-একটাই ... তাও নিউ ক্যালকাটা হোটেলে ...

-কিহলো রাত হয়ে গ্যালো যে ! আরেকটা পার্টি জুটে গেল ? 
-না , একটাই পার্টি কিন্তু হেড তিন ... 
-ওয়াও ... থ্রিসাম ? 
-হুুঁ 
-অবাঙ্গালী ? 
-না 
-বয়স্ক ? 
-না না ... পুপুনের মতো ... ওই সতের আঠেরো ...
--সে কী ... ! 
-এখন বাড়ী ঢুকে পুপুনকে খেতে দেওয়াই চাপের 
-ও সব ওব্বেস হোয়ে যাবে

-ওরা কি চোস্ত ? 
-না , বোল্লো শেখাও 
-তারপর !
--ছুঁই ছুঁই নাছুঁই নাছুঁই ... ক্লিটেরিস খুঁজে পেয়ে সে কী উল্লাস ! 
- তার বাদে !
- তিনজনে একসঙ্গে ঘুরিয়ে ফিরিয়ে চাটতে লাগলো ...
- মনে করালুম আসল কাজটার কথা ... সেবেলা সব অকম্মার মতো ... আফশোষ কর্তে কর্তে বলে সামনের সপ্তায় শিকিয়ে দিতে হবে কিন্তু ...

- টাকা ?
-দুহাজার ... হপ্তায় দেবে ... তিনজন ফিক্সড



লেখক পরিচিতি- বাপের নাম : তরুণ মায়ের নাম : বেলা চাকরি ... অ্যাসিন্ট্যান্ট ইঞ্জিনীয়র ...সিইএসসি ... লেখালিখি : মাথামুন্ডু নেই এট্টা বৌ আর এট্টা ব্যাটা নিয়ে গেরস্ত জীবন
: ১) অণু গল্পের কাগজ 'ভোর' শুরু ২০০০ সালে এখন ঘুমন্ত , তাকে জাগায় এমন অণু গল্প নেই , বস্তুত সবাই ভাবে সামারি লিখলে অণু গল্প হয়ে যায় ।
২) কম বয়সে ' সাম্প্রতিক দু'জন ' প্রকাশিত হয়েছিলো সাথে ছিলো রবীনদা (বসু)
৩) বিবিধ পংক্তি -অ্যপোরিজম এর চটি সংকলন ... মায়ের পাশে রাতজাগার সময়ে যাদের জন্ম ... দু এক কপি বোধয় বইয়ের তাকে লুকিয়ে আছে আজও ... তাও পাঁচ বছর হয়ে গ্যালো !

এবছর বইমেলায় চাউর থেকে একটা না-গল্পের সংকলন বেরতে পারে ...

'ভোর' থেকে শান্তিব্রত চ্যাটার্জী , অমল ব্যানার্জী , শঙ্কর কুন্ডু , আর জয়দীপ চক্রবর্তীর একাধিক বই প্রকাশিত হয়েছে । সেসবও সব বিক্কিরি হয়ে গেছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র