নামগোত্রহীন
------------------
------------------
জলপাই তৃষ্ণার্তদেরই গাছ,তাই
সবাই আমরা পান করে থাকি একবার
হলেও জীবনে তার সুধা।
নতুবা ফুটন্ত আপেলের দিকে চোখ চলে যেত
বেজে উঠত সাইকেলের বেল,
ভোরবেলা কোমর টাঁটাত।
তুমি ঈঙ্গিতের বাইরে বিয়োগ কিংবা
যোগফল নিয়ে খেলা করা
প্রেমিকার ভূত,হলেই বা
তবুও তাকাই, ঘুরে ফিরে
শীতকাল চলে আসে,সুঁইয়ের ফুঁকোয়
সুতোর ব্যাস্ততা রাতে আমাকে জাগায়।
সুচিন্তিত মতামত দিন