অমিত পণ্ডিত..

মায়াজম
2
উত্তরফল..



ঙ্কের ভিতর উত্তরটি ভয়ে চুপটি করে বসে থাকে!
বসে থাকে পাকা আমের মতো পাতার আড়ালে;
তার গন্ধ শুঁকে সমীকরণের চক্রব্যূহ রচনা হয়..৷
বন্ধনী ভেঙে, ভেঙে
শিকারি সূত্র, সাজায় তার সহজ দেহ বিন্যাস৷
অকাতরে আড়াল ভাঙে শিরা, উপশিরায় মচমচ শব্দে..
যোগ- বিয়োগের মস্তি পর্ব শেষে
উত্তরফল নেমে আসে কাঙ্খিত প্লেটে.... ৷

একটি মন্তব্য পোস্ট করুন

2মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন