সমরজিৎ সিংহ

মায়াজম
0

 বাঁচা

 





মূলত আমারও দিন কাটে
মৃত্যুর পথ চেয়ে....

সে কথা বলিনি আগে ?
ওগো রাত্রির মেয়ে !

একটি জিরাফ আসে ঝাউবনে
খুঁটে খায় লাল ঝুঁটি

ঝাউবন তুলে দেয় তাকে তবু
আদরের রুটি !

এসব দৃশ্য দেখি একা একা
পৃথিবীতে এসে,

আবার দেখেছি, মৃতদের সব নাচ
জতুগৃহ শেষে

ধর্ষকও মজুরি পায়
রেগাময় গ্রামে...

মঞ্চশোভিত হয় পাপ
আর পূণ্যের নামে !

দিন কাটে আহত বাঘের মত, রাত,  
ফেরারীর বেশে

একে কি বলবে তুমি, বাঁচা ?
প্রাণহীন দেশে 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)