রাতপোকা
আমাদের সমস্ত কথার দিনে
তুমি নীরব থেকেছো, যেরকম
তারকারা থাকে, টেবিলের এক কোনে
পাঠপ্রতিক্রিয়া থাকে
ছায়াদের জুড়ে দেওয়া
এইসব ভাষার উপমা
স্তুপিকৃত মাংসের মোম, এ থেকেও
সরে যাচ্ছে গল্পের ঘোর
যেখানে তোমার ফাঁদ, দুন্দুভি
ব্যথা থেমে গেলে
চাকার বিরতি....
আসঙ্গ
তুমিও কি সংগে যাবে এসবের
চামড়ায় পুরোন বাজনার রেশ!
ছেড়ে চলে যাচ্ছে শীতের বাকল
শরীরে ঢেউ এর মাংস, ভূল বুঝেছে সেও
আমাদের ছায়ার উপমাগুলিও তদ্রুপ
চাকাদের পিষে যাওয়া নিরেট পুরুষ
তুমিও কি সংগে যাবে এসবের, শিল্পকলা
পুরোনো পঙ্কতির শ্লেষ.....
তুমিও কি সংগে যাবে এসবের
চামড়ায় পুরোন বাজনার রেশ!
ছেড়ে চলে যাচ্ছে শীতের বাকল
শরীরে ঢেউ এর মাংস, ভূল বুঝেছে সেও
আমাদের ছায়ার উপমাগুলিও তদ্রুপ
চাকাদের পিষে যাওয়া নিরেট পুরুষ
তুমিও কি সংগে যাবে এসবের, শিল্পকলা
পুরোনো পঙ্কতির শ্লেষ.....
ছত্রাক
সেই থেকে গান বলে তাঁকে বাঁধি
অস্পষ্ট চামড়ার ঠাট, ডুকরে ডুকরে
উঠে স্থির হয়ে আছে
সর্বাঙ্গের বিনয়ী ছত্রাক
সেই থেকে গান বলে তাঁকে বাঁধি
অস্পষ্ট চামড়ার ঠাট, ডুকরে ডুকরে
উঠে স্থির হয়ে আছে
সর্বাঙ্গের বিনয়ী ছত্রাক
ছায়াদের লেখা
এসব তোমাকে নিয়ে লেখা
ফুরিয়ে যাওয়া রকেটের দাগ
নিভু নিভু গ্রাম, অচেনা
বিদ্যুৎরেখা
এসব আমাকে নিয়ে লেখা
নদী উপনদী, রাতের কুহক
নির্ভূল তারাদের গুনিতক
জলীয়বাস্প ঠাসা ব্যর্থ কবিতা
এসব তোমাকে নিয়ে লেখা
ফুরিয়ে যাওয়া রকেটের দাগ
নিভু নিভু গ্রাম, অচেনা
বিদ্যুৎরেখা
এসব আমাকে নিয়ে লেখা
নদী উপনদী, রাতের কুহক
নির্ভূল তারাদের গুনিতক
জলীয়বাস্প ঠাসা ব্যর্থ কবিতা
আবাহন
এসো তুমি, যন্ত্রনার অতৃপ্ত জহর
মরে গেলে যেরকম সব কিছু মনে হয়
প্রেমের শহর
এসো মুগ্ধতা, আমাদের এই সব
খুনোখুনি, না লিখতে পারার সারারাত যন্ত্রনা
এসো প্রতিরূপ, ফিরে না আসার দিকে
চলে যাওয়া প্রতিটি প্রহর.
সুচিন্তিত মতামত দিন