শর্মিষ্ঠা ঘোষ - মায়াজম

Breaking

২৫ সেপ, ২০২২

শর্মিষ্ঠা ঘোষ

বজ্র


  


থ্রাস দেম্ রিপ্ দেম্ অ্যাট্ বাড্
কিল্ দেম্ ব্রেক দেয়ার বোন টু ডাস্ট
দেন প্রে ফর ইয়োরসেলফ্ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কিং
নাও গো টু স্লিপ এন্ড নেভার ওয়েক আপ্

বন্দী দিনকাল প্রিলিউডে
ধ্বসা রোগে গলে পড়ছে হাত ফেটে যাচ্ছে পায়ের তল
চোখ নিয়ে গেছে চিল
কানের তো জানিই কোনদিনই বৈধ বাপ মা ছিল না
গান গাইছি গোঙানির মত
কবিতায় চাবুকের ডোরা দাগ ভাঙা নখ মানুষখেকো
তুমিও হতাশ প্রেম পাচ্ছেনা
নতুন দ্বীপ জন্মাচ্ছে না আদরের ভাগে যেন কাঁটা গাছ
রসের খোঁজে পরিযায়ী শেকড়
চালচুলো ঘর বার সব সমান আমফানের সাম্পানে
মৃতরা জেগে উঠেছে লাভ জিহাদে
ঝোড়ো বাতাসে ভাঙা বুক জুড়োচ্ছে প্রাচীন গ্যাংম্যান
ভূতদশা বসে আছে কুশাসনে
হবিষ্যি জুটেছে যত অযাচিত নোনা রক্ত ঘোলাজলের
নদীমাতৃক মানুষ বড় ভুলোমনা
ভুলে গেছে সাকিন ঠিকানা কার কোথায় ছিল কোন কালে
ভুল করে কোনদিন মাটি খুঁড়ে
তুলে আনবে মৃত সন্তানের হাড়গোড় উকো ঘষে বজ্র বানাবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র