মণিদীপা বিশ্বাস কীর্তনীয়া - মায়াজম

Breaking

২৫ সেপ, ২০২২

মণিদীপা বিশ্বাস কীর্তনীয়া

 প্রাচীন লাইব্রেরি 






রোজা খুলে দেয় রাত
ঘুরে যাওয়া গ্ৰহের পুরোনো লাইব্রেরি
আমি সন্দেহ করি
লেখার এই অভিনয় তারাধুলোমাখা এই খেলা
বেকার লাগে ক্রমশই
শব্দকে ভেঙে তির্যক রেখারশ্মি
সাপের ফণার মতো নীলচে আলো
কবে থেকে গিলেছে বলো?
শোলা ইঁদুরের মত ঢুকে গেছি অক্ষরের পেটে
খসখসে অন্ধকার ফুঁড়ে উঠবো তাই
বর্ণমালা কামড়াই
কুচি কাগজের স্তুপে বসে বলি অন্ধ হোক বই
চামসে গন্ধ গায়ে লাফিয়ে ডিঙোই
সেঁকো বিষমেশানো খাবার
রুটির টুকরো ও পাখি ওড়াউড়ি
আমি সন্দেহ করি
খুলি ফুটো করে ঘিলু খাই নিজের
ঘোর লাগে ঘুম আসে ফের
ঈগলের নখে ঝুলতে ঝুলতে রোজ স্বপ্নে গোঙাই
লেখা নয়,নির্মাণ নয় শব্দ ও ধ্বনিময় রাত্রি শোন
আমি তোর ছবি হতে চাই...!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র