অনিমেষ সিংহ - মায়াজম

Breaking

২৫ সেপ, ২০২২

অনিমেষ সিংহ




মৃত্যু তোমার অমরত্ব, চামড়ায়-ঘামে-ঘর্ষণে




ত শনিবারের চুমু আজো বাঁচিয়ে রেখেছি ,
অন্য কাউকে দিইনি ঠোঁট।
জীবন পড়ে আছে বিগত সময়ের নাভিবৃত্তে।

গতকাল ছুঁতে পারিনা। সেও পারেনা ছুঁতে আমাকে।
অথচ গতকালের পাশে পড়ে আছে জীবন।

মৃত্যুর দিকে বাস্তবে কিছু নেই যদিও। তবু মৃত্যুর দিকে এগিয়ে চলেছি।
বরং, তোমার শরীরের দিকে চলে গেলে ভালো হতো.....  
প্রাণসম্পদে ভরপুর বুকের ময়ূর, তোমার মালভূমি আর নাভিবৃত্তের ঝিল-

চলে গেলে ভালো হতো অমরত্বে, চামড়ায়, ঘামে ও ঘর্ষণে--





আধুনিকতা ও তোমার শরীর, শারীরিক চাঁদ

চন্দ্রপুকুর আছে, ডোবার ভেতর থেকে উঠে আসে শরীরের ঘ্রাণ 

তোমার শরীরে খুঁজি নির্বাচিত সুখগুলো, 
খুঁড়ি, খুঁড়তে খুঁড়তে সিন্দুকের দিকে চলে যাই-
উপার্জিত তামাশাগুলো সঞ্চয় করি তোমার চামড়ার ব্যাগে,
অর্থনৈতিক শোষণের বীর্য ঢেলে, তার উপর লাশ ফেলে রাখি ভারতবর্ষের 

সিন্দুকের জন্যে, এই চাঁদ ওঠা তোমার আমার
শরীরী সংলাপ!  এই বিষণ্ণ সমুদ্র একেকসময় চুম্বন পটীয়সী হয়ে ওঠে
তোমার চামড়ার ব্যাগ লবনাক্ত হয়, বাঘের মত নেশাখোর হয়ে ওঠি
লবনের স্বাদ নিতে নিদ্রাহত রাত, তোমাকে দিয়েছি প্রিয়-

রাঁধো
ভারতবর্ষের আধ্যাত্মিকতা রাঁধো।
অন্তরের সূক্ষাণুভূতি কদলী পাতায় মুড়ে ভাপ দাও সম্রাজ্ঞী। 
খাব, 
খাওয়াটাই আধুনিকতা 

খাব, নাভিবৃত্তে তোর রাক্ষুসি- আত্মগ্লানি রেখে
সবটাই খাব-

খাওয়াটাই, আধুনিকতা এখানে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র