মাহীরা রুবি - মায়াজম

Breaking

২৫ সেপ, ২০২২

মাহীরা রুবি



১ আউলফাউল 


টালিখাতা খুলে বসলে ঝপঝপিয়ে গড়িয়ে 

পড়ো...গড়াতে থাকো...গড়াতেই থাকো

সমস্ত না পাওয়ায় তুমি, সমস্ত পাওয়াটাও তুমি ;


গনিত বইয়ের শেষ পৃষ্ঠার উত্তরমালা-

আহ্নিকগতির দ্রাঘিমা - বা ইতিহাসের প্রাচীর টপকে  ভীনভুবনে গেলেও তারাখসা রাত দেখাবার কেউ নেই আর, মুঠোজলে সমুদ্র ডোবানো কিংবা আলগা সুতোয় ঘুড়ি ওড়ানোর সাহস কে  রাখে আর ....?


মৌরি বুনতে বুনতে ক'জনইবা জানে অমন করে বুকে নিম ফলাতে!


তবুও তুমিই অসীম অবশেষে_

সমস্ত সংখ্যার, বায়ে শূন্য তুমি






২ বেহালাবাদক 


ছেলেটির প্রেমিকা একজন বেহালাবাদক।


হিম থেকে আদ্র অব্দি  মায়াসুর,  চার তারের কারসাজি যেন নিকোলো প্যাগানিনি।

 যা কান্নার চেয়ে আরও কান্না হয়ে বাজে।


ছেলেটি তসবীর মতো জপে, আমি নিরব আলপথ, আমাতে রুয়ে যাও আহার। 

বেহালার তারে বাজে-- সময় ফুরোলে ঘড়িও অতীত চেনেনা।


উনিশ শ্রাবণে ছেলেটি জেনে যায়, প্রেমিকার আঙুল ঘুমিয়ে গেছে, অভিমানে থেমে গেছে টিউনিংপিন।


মেয়েটির ফেরার পথে দাড়িয়ে ছেলেটি অনর্গল পড়ছে_  ইন্নালিল্লাহির ওয়া ইন্না ইলাহির রাজিউন....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র