শিবু মণ্ডল - মায়াজম

Breaking

২৫ সেপ, ২০২২

শিবু মণ্ডল

 




নদী মুরতি-২

 

১। 

যাবে বলেই তো এসেছিলে

জন্ম নিয়ে স্মৃতি নিয়ে জোছনা ভ্রমণে

জলজন্ম, শিলাজন্ম ডুবে আছে খাদের অতলে

কলঙ্ক সাঁতরে সাঁতরে 

চন্দ্রালোক কখনো কি পৌঁছবে সেখানে 


এই সংশয় হরিণ ও হরিণীর

এই সংশয় বাঘ ও বাঘিনির 

মায়া ও হিংস্রতা একসাথে বেড়ে ওঠে জলে 

আমরাও বিদ্ধ হবো তিরে 

সকাতরে ভালোবাসা ভালোবাসা বলে...   

২।

নদীমনের কথা কিছু গোপন থাকে না

এই গর্বে ছলাৎ ছল্‌ স্বর

আঘাত হানে পারে

কে যেন রচনা করে বিষণ্ণ বাসর


বৃক্ষের ছায়াতলে ছোট ছোট তৃণ 

শৈবাল ও মস জন্মায় যে শৃঙ্খলে 

সেই জটিলতায় বাঁধা আমাদের যৌনতা

খাদে নেমে যেতে যেতে হতেছে ক্ষীণ


সহজেরে শিখি নাই কোনো নাম দিতে

পরাগমিলনে মধুর ষড়যন্ত্র ফলে

গাছেদের সারিতে নামতা লেখা আছে

ভালোবাসা জন্মাবে আর কতটা হাঁটলে 


৩।

পাহাড়ের কোনও দোষ নাই

নদীকে দিয়েছে সে মুক্ত করে 

বনের পাখি ও শিকারির খাঁচা

আমাদের মতো লুকোচুরি খেলে


নদীর বদলে যাওয়া নদীপথে 

নৌকা বয়ে চলে

তুমি বদলেছ আমিও বদলেছি

পারিনি স্রোতের সমর্থক হতে

৪।

ও নদীমূর্তি তুমি এতো কেন নড়চড় 

তুমি এতো কেন তরলমতি

আমার ঝরাপাতা সব ভেসে যায়

পারবো না দিতে আমি স্মৃতির আহুতি


স্মৃতিতে আমার পূর্বপুরুষের ধ্যান

রক্তে ফুটে আছে পাকা ধানের শিষ

শালগাছের চিহ্ন আর শিয়ালের গর্ত

এই বনপথে আমি এক শিক্ষানবিশ

 

 ৫।

ক্ষুধার নাম হিরণ্ময় আলো

ভিখারির বেশে আসবে কি

আসবে কি রাজার বেশে

মিটবে কি জন্মান্তরের কালো


এতো কেন তাড়াহুড়ো করো

আমাদের যৌথ উঠোনটির বয়স হয়েছে

বটকে হারিয়ে পাকুড় ভীষণ একা

ধীরেসুস্থে শিখতে দাও জ্বালানি সংগ্রহ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র