আলো বসু

মায়াজম
5
                                         রক্তিকা








ফাগুনে জ্বালা ধরে , পলাশী লাল রঙ
ডাকছে কেবলই সংরাগে
জীবনে কেউ নেই , জীবনী মায়া লেখে
কায়া'রা ছায়া ছায়া ঘোর মাখে l

ঝঞ্ঝা ,অভিঘাতে ভাঙছে ঘর -বাড়ি
তবুও পাখি ঠোটে খড় - কুটো
পলকা এ জীবন মরে ও বেঁচে ওঠে
টুকরো সুখ খোঁজে চোখ দুটো I

শীতের ঝরা পাতা বাতাসে উড়ে গেছে
হলুদ মুছে দিয়ে ক্যানভাসের
শবের পথে পথে বেদনা লঘু খই
নিমেষ প্রাণভাসি উচ্ছ্বাসে l

আমিও ভাঙি রোজ , ভাঙি ও গড়ে উঠি
খোঁটায় বাঁধা আছে বিধিলেখা
ইচ্ছে সাধনায় ছাড়িয়ে যেতে হবে
বৃত্ত বন্ধন সীমারেখা l

মাটিতে আজ যদি স্বর্গ নেমে আসে
ধরণী রাঙা হয় নির্দ্বিধায়
আমি কী জানি বল্ পাপ বা পূণ্যের !
দন্ড ,পল বলে ----"বাঁচি'না , আয় !"I

একটি মন্তব্য পোস্ট করুন

5মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন