তিলোত্তমা বসু

মায়াজম
1
                                 অনুমতি








মাত্র পাঁচ মিনিটে ব্রহ্মাণ্ড পার হয়ে আসতে হবে...
পাঁচ মিনিটের জন্যে ভুলে যাবো
 হুকুম, আপনার জিনি আমি__
বোতলের ছিপি খুলে পালিয়েছি দৈবাৎ
 ভুল ভুল ...হলুদ মার্কশিট,পাশবই,
ইলেকট্রিক বিল, চুল্লিতে খুলি ফাটার আওয়াজ

এই অনন্ত পাঁচ মিনিট
 আমি নিজের সামনে নতজানু---
অনুমতি চাই কিছু আয়ু

 কবিতা লিখবার ...

একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন