দীপ রায়

মায়াজম
2
                                                    ক্যারামবোর্ড












ভেপার আলোয় একনাগাড়ে ভিজছে ক্লাবঘরের ক্যারাম-বোর্ড
গুটিগুলো সাজানো গোলাকার বৃত্তে
শুধু ফাটানোর অপেক্ষা ...
জালঘেরা চারকোনা সুড়ঙ্গের প্রতিরূপ
আপাতদৃষ্টে জনহীন নো-ম্যানস ল্যান্ড
এরপর
মসৃণ যাত্রাপথের সাপেক্ষে এক্ চিমটে পাওডারগুঁড়ো আর
ধোঁয়ামাখা আঙুলে আলতো টোকা
আটক হবে দলছুট ভ্রমণকারী একে-একে

একটি মন্তব্য পোস্ট করুন

2মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন