বিভাস রায়চৌধুরী

মায়াজম
2
                    পলকের আলো








কোনোদিন দেখেছ কখনও
পথ ফের ফিরে ফিরে আসে?

তোমাকে পাওয়া অসম্ভব
স্বাভাবিক যেকোনো আকাশে...

আয়নায় দিনগুলো রেখে
রাতগুলো লিখে যেতে পারি
কবেকার পুরাতন নদী
জেগে থাকে কবিদের বাড়ি...

তুমি নেই সে-ও এক থাকা!
শূন্যতায় শব্দ হয় ঘন...
ডুবজল থেকে উঠে আসে
তীব্র আলো কখনো কখনো!

তারও কিছু পোকা চাই ঠোঁটে ...
সাদা পাতা পাগলের হোক...

তোমাকে পাওয়া অসম্ভব,
শরীরের প্রথম পাঠক!

একটি মন্তব্য পোস্ট করুন

2মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

  1. 'তুমি নেই সে-ও এক থাকা!

    শূন্যতায় শব্দ হয় ঘন...

    ডুবজল থেকে উঠে আসে

    তীব্র আলো কখনো কখনো!' প্রবাদের মতো...

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন