সুদীপ্ত আচার্য্য - মায়াজম

Breaking

২৫ সেপ, ২০২২

সুদীপ্ত আচার্য্য

 শেষ না হওয়া কাব্যে





দেহঘড়ি ছুটে চলে বিষাদের সুরে
সময়ের ক্যানভাসে বেরঙিন কল্পে -
আমি খুঁজে পাইনা স্মৃতির অক্ষর
আমার দিন শুরুর গল্পে।
যেদিন বৃষ্টি নেমেছিল রাজপথ জুড়ে
হেঁটেছিলাম অনেকটা পথ;
দূরের কোন অব্যক্ত ভাষার হাতছানিতে
বা হয়তো হারিয়ে যাওয়া অতীতের ভীড়ে,
আজ অন্তিম প্রহরে তার কথা বিস্মৃত হই
নিরাশার একরাশ স্তুপের পাহাড়ে।
যদি কোনোদিন দেখা যায় অশেষ নীলিমায়
উড়ে চলা একঝাঁক মুক্তির বলাকা-
আমি রাজি আবারও অন্ত্যমিল খুঁজতে
রাত্রির শেষ না হওয়া প্রেমের কাব্যে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র